প্রেস বিজ্ঞপ্তি
যুক্তরাজ্যের বার্মিংহামের ইউটিলিটা এরিরায় “Badminton England YONEX Grassroots Coach of the year award 2025” জয়ী হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের আলহাজ্ব আব্দুল মুতলিবের বড় ছেলে আবু বক্কর সিদ্দিকী ভূঁইয়া।
গত ১৫ মার্চ তাঁকে এওয়ার্ড প্রদান করা হয়। তাঁর এ অবদানের জন্য বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
আবু বক্কর সিদ্দিকী ভূঁইয়া গত ১০ বছর ধরে সাউথ শিল্ডসের Ocean Badminton Academy অনুপ্রাণিত ও প্রশিক্ষণ প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতি সপ্তাহে অসংখ্য তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। ব্যাডমিন্টনের প্রচারে তিনি যে সময় ব্যয় করেন তা ব্যাডমিন্টন এবং যুক্তরাজ্যের স্থানীয় সম্প্রদায়ের জন্য উপকারী।
তরুণ প্রজন্মের কাছে একজন অসাধারণ রোল মডেল। স্থানীয় ক্রীড়াবীদদের মতে “আবু বক্কর ভূইয়ার মতো ব্যক্তিত্ব না থাকলে, আমাদের পরবর্তী প্রজন্মের কোচ পেশায় আসত না”।
Holly Robson (ব্যাডমিন্টন ইংল্যান্ডের পক্ষ থেকে) বলেন, আমাদের খেলাধুলায় আবু বক্কর ভূইয়ার মতো তৃণমূল পর্যায়ের কোচদের সংখ্যার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ, যারা আমাদের সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনেন, আমাদের খেলার প্রথম অভিজ্ঞতা প্রদান করেন এবং সারা দেশে ব্যাডমিন্টনে অংশগ্রহণকে এগিয়ে নিয়ে যান।
আমাদের খেলাধুলায় এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের প্রতি আবু বক্কর ভূইয়ার অব্যাহত প্রতিশ্রুতি এবং সময় উৎসর্গ করার জন্য তাকে ধন্যবাদ জানায় Badminton All England।