Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেড়িবাঁধের অর্থ বরাদ্দের তথ্য নিয়ে পাউবো’র লুকোচুরি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
এতদিন ধরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন গণমাধ্যমকে বলে আসছিলেন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে পিআইসি’র জন্য ১০ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় পাউবো’র গোপন তথ্য ফাঁস হয়ে গেছে।
অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী এম.এ. মান্নান পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের কাছে জানতে চান পিআইসি’র জন্য কত টাকা বরাদ্দ দেয়া হয়েছিল? জবাবে পাউবো’র সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই বলেন, পিআইসি’র বরাদ্দ ছিল ২০ কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে রোববার বিকেলে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন পিআইসি’র ১২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের কথা জানান।
সভায় ২০ কোটি টাকা যে তথ্য দেয়া হয়েছে সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, না এটা আমরা বলিনি। অন্য এক ফান্ড থেকে ২ কোটি টাকা পরে যোগ করা হয়েছে।
অর্থ বরাদ্দের তথ্য নিয়ে পাউবো’র এমন লুকোচুরি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলে তুমুল আলোচনা। অনেকে প্রশ্ন রেখেছেন- কার কথা সঠিক? আর কে-ই বোকা আর কে চালাক? তারা নাকি আমরা? আবার অনেকে লিখেছেন- ১০ কোটি টাকার হিসাব কেন গোপন রাখা হয়েছিল?

Exit mobile version