Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্যথার মশারিতে লুকোয় যন্ত্রণার জীবন-অধ্যক্ষ মো: আব্দুল মতিন

সবইতো বদলায় ;মেহেদীরাঙা হাত;
মানুষের তৈরী জাত;বাটার জুতা!
গাছের নীচের বেঞ্চের রোমান্টটিকতা ;
অার পূর্ণিমা রাতের স্নিগ্ধ অালো;
সংসারের ধোঁয়ায় হয় মেটো পুতুল;
বার্ধক্যের ধুলোয় উড়া বিচ্ছিন্ন পাতা ।
ব্যথার মশারীতে লুকোয় যন্ত্রণার
জীবন। নীলরঙের অক্সিজেন ;
শ্বাস ফিরিয়ে দেবার অভিনয় করে।
প্রথম দিনের শাড়ি;স্টিলে জংগ ধরে!
মনে করিয়ে দেয় প্রথম দর্শন;
টগবগে চাহনির বেহুলার রাত।
দস্যি ছেলে,সংসারের চেতনাহীন দাস!
সন্তানের বাবা হয়ে রোজ ঘরে ফেরা ।
বিশ্বায়নে মাতাল পৃথিবীর সুরে ;
ওয়ালস্ট্রিটে দাঁড়ায়, প্রতিবাদী মিছিল।
পারফিউমের ঘ্রাণ ; গ্লানির গ্লোকোজ ;
বিদিশার বনে চৈতালী পবন অানে ;
বিন্নিধানের অালের খোঁজের মতো।
রোবট সোফিয়া বুুুঝে রাজার মন!
হেরেমের সুন্দরীদের ঘরে নিরবতা।
নলুয়ার হাওরে অাফাল উঠে ;
বাল্লার জলে, মাথাকাটা বাঁশে বসে ফিঙে;লেজ নাড়ায়।
মনে করিয়ে দেয়;
সে মানুষের মতো রোহিঙ্গা নয়;
প্রকৃতির সন্তান ।
লেখক: মো: আব্দুল মতিন প্রতিষ্টাতা অধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয়।

Exit mobile version