মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে না, তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। পরকাল ভুলে যাওয়া মানুষগুলোই তাদের ইহকাল সাজাতে যার পর না নিচে নামতে পারে। অর্থ-সম্পদ উপার্জনের জন্য তারা যেকোনো নিকৃষ্ট কাজ করতে পারে। এমনকি মানুষ হত্যা করতে পর্যন্ত তাদের বুক কাঁপে না।
অনেক ডাকাতদের মতো গলায় ছুরি চালিয়ে মানুষ হত্যা না করলেও সিন্ডিকেটের অদৃশ্য ছুরি চালিয়ে ঠিকই কোটি কোটি মানুষকে জীবিত লাশ বানিয়ে দেয়। সংকটের সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে কোটি মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়। বাড়তি মুনাফা অর্জনের জন্য কখনো কখনো তারা কৃত্রিম সংকট তৈরি করে। এ ধরনের ব্যবসায়ীদের রাসুল (সা.) জঘন্য অপরাধী বলে আখ্যা দিয়েছেন।
আদি ইবনে কাআব (রা.)-এর এক পুত্র মা-মার ইবনে আবু মা-মার (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জঘন্য অপরাধী ছাড়া কেউ-ই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি (মূল্য বৃদ্ধির আশায়) গুদামজাত করে না।’ (আবু দাউদ, হাদিস : ৩৪৪৭)
যারা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুদদারি করে, মানুষকে কষ্টে ফেলে নবীজি (সা.) তাদের অভিশাপ দিয়েছেন। উমার ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমদানি পণ্য সরবরাহকারী ব্যবসায়ী রিজিকপ্রাপ্ত হয় এবং মজুদদার অভিশপ্ত।’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫৩)
অর্থাৎ সৎ ব্যবসায়ী কোরআন-হাদিসের আইন মেনে সঠিক পথে ব্যবসা করে, মহান আল্লাহ তাদের রিজিকে বরকত দেন।
ব্যবসাকে ইবাদতে গণ্য করেন, ফলে তাদের এই ব্যবসা তাদের ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর হয়। এর বিপরীতে যে ব্যবসায়ী বেশি মুনাফার আশায় ইসলামী অনুশাসনের তোয়াক্কা না করে, মানুষকে জিম্মি করার জন্য মজুদ করে, সে যতক্ষণ ওই কাজ থেকে ফিরে আসে না, ততক্ষণ গুনাহে লিপ্ত থাকে। কল্যাণ থেকে বঞ্চিত হয়, তার এই উপার্জনে কোনো কল্যাণ কিংবা বরকত নেই। ফলে অঢেল সম্পদ তাকে সুখ দেয় না।
সে শারীরিক ও মানসিক শান্তি থেকে বঞ্চিত হয়।
তার জীবনের আকাশ দুঃখ-দুর্দশা ও দুশ্চিন্তার কালো মেঘে অন্ধকার হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে (বা সমাজে) খাদ্যদ্রব্য মজুদদারি করে আল্লাহ তাকে কুষ্ঠরোগ ও দারিদ্র্যের কশাঘাতে শাস্তি দেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫৫)
এ জন্য প্রিয় নবীজি (সা.) ব্যবসায়ীদের সততা অবলম্বনের প্রতি বিশেষভাবে সতর্ক করেছেন। কারণ মহান আল্লাহ সৎ ব্যবসায়ীদের যেমন জান্নাতে সম্মানজনক মর্যাদা দেবেন, তেমনি অসৎ ব্যবসায়ীদের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করাবেন। তাই ব্যবসায়ী সততা অর্জন করা প্রতিটি ব্যবসায়ীর জন্য আবশ্যক। ইসমাঈল ইবনে উবাইদ ইবনে রিফাআ (রা.) থেকে পালাক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি (রিফাআ) রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে ঈদের মাঠে রওনা হন। রাসুলুল্লাহ (সা.) লোকদের কেনা-বেচায় জড়িত দেখে বলেন, ‘হে ব্যবসায়ীরা’, তারা রাসুলুল্লাহ (সা.)-এর ডাকে সাড়া দিল এবং নিজেদের ঘাড় ও চোখ উঠিয়ে তাঁর দিকে তাকাল। তিনি বলেন, ‘কিয়ামতের দিন ব্যবসায়ীদের ফাসিক বা গুনাহগাররূপে উঠানো হবে; কিন্তু যেসব ব্যবসায়ী আল্লাহ তাআলাকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে এবং সততা ধারণ করে, তারা এর ব্যতিক্রম।’ (তিরমিজি, হাদিস : ১২১০)
অতএব আমাদের ব্যবসায়ী ভাইদের উচিত, নবীজি (সা.)-এর সতর্কবার্তা অনুধাবন করার চেষ্টা করা। ব্যবসা-বাণিজ্যে ইসলামের নীতিমালা অনুসরণ করা। ব্যবসা-বাণিজ্যও যাতে ইবাদতে পরিণত হয়, সেভাবে ব্যবসা করা। অন্যথায় কঠোর পরিশ্রম ও প্রতারণার মাধ্যমে গড়া সম্পদগুলোই পরকালে বিষধর সাপ হয়ে দংশন করবে। মহান আল্লাহ সবাইকে সতর্ক হওয়ার তাওফিক দান করুন। আমিন
সৌজন্যে কালের কণ্ঠ