স্টাফ রিপোর্টার::
ব্রিটেনে বাংলা ভাষা প্রসারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশী বংশোদ্ভুত সৈয়দ সামাদ আলীকে তাঁর অসামান্য এ কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে গত বছর ব্রিটেনের রাজা চার্লসের সম্মাননা এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত করা হয়েছিল।
গত ২৪ জুলাই ব্রিটেনের রাজা চার্লসের রাজকীয় বাসস্থান উইন্ডস এর ক্যাসালে দ্বিতীয় রাজা কিং চার্লস রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছেন সৈয়দ সামাদ আলীকে। এক অনাড়ম্বর অনুষ্ঠানে সৈয়দ সামাদ আলীর হাতে রাজা কিং চার্লস এ সম্মাননার ক্রেষ্ট তুলে দেন।
সৈয়দ সামাদ জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের শামসুল আলী ও রোকেয়া বেগম দম্পতির ছেলে। তিনি ১৯৯৯ সালে যুক্তরাজ্যে যান। সেখানে গিয়ে তিনি বাংলা ভাষা শিক্ষার প্রসারে কাজ শুরু করেন। ২০০৫ সালে যুক্তরাজ্যের নর্থ ইস্টের সান্ডারল্যান্ডের থর্নহীল সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এ ছাড়া সাউথমুর একাডেমিসহ বিভিন্ন কলেজে বাংলা ভাষার ওপর পাঠদান করেন। বাংলা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বাংলা ভাষায় পাঠ্যবই রচনা করেন। তাঁর এই বই যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। তিনি বাঙালি নতুন প্রজন্মের ছেলেমেয়ে ও তাদের অভিভাবককে শিক্ষায় সহায়তা করতে কমিউনিটি ভাষা ক্লাসে পাঠদান, মা-বাবার অনুবাদক হিসেবে কাজ করা ও যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে অপরিচিত অভিভাবকদের সহায়তার জন্য কেন্দ্রীয় মসজিদে মসজিদে বাংলা ভাষা শিক্ষায় কাজ করার পাশাপাশি ও সংস্কৃতি চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা জন্য তাকেও রাষ্ট্রীয় স্বীকৃতি এমবিই খেতাবে ভূষিত করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সৈয়দ সামাদ আলীর ছোট ভাই সৈয়দ এমদাদ আহমদ বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ আমার বড় ভাইকে এমবিই খেতাবের সম্মাননা দেওয়া হয়েছে।তাঁর এ স্বীকৃতিতে আমরা গর্বিত।