Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতীয় কমিশনের মিডিয়া নাইটে সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে

বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাস কর্তৃক ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অ্যানুয়েল মিডিয়া রিসিপশন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এর সাথে দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের আমন্ত্রিত অতিথি হিসাবে তিনি যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, ‘আমরা চাই দুই দেশের সাংবাদিকদের মাঝে একটি সংযোগ গড়ে উঠুক। ঢাকার বাইরের সাংবাদিকদেরও আমরা এই প্রক্রিয়ায় যুক্ত করতে চাই।’
রীভা গাঙ্গুলী বলেন, বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত কার্যকর এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গণমাধ্যম কর্মীরাও অত্যন্ত প্রাণবন্ত। বাংলাদেশ ও ভারত, দুই দেশের গণমাধ্যমের মধ্যে অনেক মিল রয়েছে। তারা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন কাজের জন্য ভারত এগিয়ে এসেছে। একই সঙ্গে দু’দেশের মধ্যে প্রায় ৯০টি চুক্তি সম্পন্ন হয়েছে, যা দেশের জনগণের জন্য কর্মক্ষেত্র সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতিও ভারতের যথেষ্ট সম্মান রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথমআলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ হাসান, এটিএন বাংলার বার্তা প্রধান জ.ই. মামুন, এটিএন নিউজের চীফ অফ নিউজ মুন্নি সাহা, দৈনিক কালেরকণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক শংকর মৈত্রসহ ঢাকার বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে প্রতিবছর ভারতে ভ্রমণ করা ‘হানড্রেড ডেলিগেটস’ এর সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

Exit mobile version