মহান আল্লাহ তাঁর মুমিন বান্দাদের পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। সুখে-দূঃখে একে অপরের পাশে থাকায় উৎসাহ দিয়েছেন। সত্কর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সত্কর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো।
মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ আজাব প্রদানে কঠোর।’ (সুরা : মায়েদা, আয়াত : ০২)
হাদিস শরিফে সত্কর্মে সহযোগিতার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে।
নবীজি (সা.) বলেছেন, সৎকাজের পথপ্রদর্শক ওই কাজ সম্পাদনকারীর সমতুল্য। (তিরমিজি, হাদিস : ২৬৭০)
অর্থাৎ সেও সৎকাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। আবার পরস্পর সহযোগিতা করা হয়, মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, যা অত্যন্ত ফজিলতের কাজ।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে লোক কোনো মুমিন ব্যক্তির দুনিয়াবি অসুবিধাগুলোর কোনো একটি অসুবিধা দূর করে দেয়, তার পরকালের অসুবিধাগুলোর মধ্যে একটি অসুবিধা আল্লাহ তাআলা দূর করে দেবেন।
কোনো মুসলমান ব্যক্তির দোষ-ত্রুটি যে লোক গোপন রাখে, তার দোষ-ত্রুটি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে গোপন রাখেন। যে পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে সে পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি, হাদিস : ১৪২৫)
সালিম (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। কাজেই সে তার ওপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন।
একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিনে তার বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। (আবু দাউদ, হাদিস : ৪৮৯৩)
মহান আল্লাহ সবাইকে এই মহান গুণ অর্জনের তাওফিক দান করুন।
শৌজন্যে কালের কণ্ঠ