1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

ভালো কাজ করলে আল্লাহ আপনার উপকার করবেন

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

আবু হুরায়রা (রা.)–র বরাতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে।

নবী (সা.) বলেছেন, যে লোক দুনিয়াতে কোনো বিশ্বাসীর দুঃখ দূর করে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ দূর করে দেবেন। যে লোক কোনো বিপদাপন্ন ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাঁর বিপদ দূর করে দেন। যে লোক কোনো মুসলমানের দোষত্রুটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন।

যে লোক আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ গ্রহণ করে, তার উসিলায় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। যেসব লোক আল্লাহর ঘরগুলোর কোনো একটিতে (অর্থাৎ মসজিদে) সমবেত হয়, কোরআন পড়ে, সবাই মিলে তার শিক্ষা নেয় ও দেয়, তাদের ওপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে, রহমত তাদের ঢেকে নেবে, ফেরেশতারা তাদের ঘিরে থাকবে, আর আল্লাহ তাদের কথা এমন সবার কাছে করবেন, যারা তাঁর কাছে উপস্থিত। যে ব্যক্তি তার আমলের কারণে পিছিয়ে পড়বে, তার বংশপরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। মুসলিম, হাদিস: ২,৬৯৯
সৌজন্যে প্রথম আলো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com