Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মন্তেশ্বর আলী পাখি মিয়া স্যার আর নেই

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মন্তেশ্বর আলী পাখি মিয়া (৮০)স্যার আর নেই। লন্ডন সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বড় ছেলে ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ এর বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি…… রাজিউন)মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা মন্তেশর আলী পাখি মিয়া অত্যন্ত সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের নিকট তিনি খুব জনপ্রিয় ছিলেন। মরহুমের বড় ছেলে ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্যারের মৃতদেহ দেশে আনা হবে। তিন চার দিনের মধ্যে হবিবপুর নিজ গ্রামে জানাযা শেষে সমাহিত করা হবে। প্রবীণ শিক্ষক মন্তেশ্বর আলী পাখি মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, অরূপ সরকার, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক গোবিন্দ দেব, আজহারুল হক ভূঁইয়া প্রমুখ।

Exit mobile version