1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা নিয়ে মহানবীর কঠিন হুঁশিয়ারি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইবিডব্লিউএফের আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে সেতুর জন্য যেতে পারেনি ফায়ার সার্ভিস, পুড়ল দোকান হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক লিটন গ্রেপ্তার আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ ভোটারের ১৬, প্রার্থীর ২৩ বছর বয়সের প্রস্তাব রাখবে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল/ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব ইতিকাফের তাৎপর্য, উদ্দেশ্য ও বিধান জগন্নাথপুরে কলেজছাত্র সামির মুক্তির দাবিতে মানববন্ধন

মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা নিয়ে মহানবীর কঠিন হুঁশিয়ারি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আমরা অনেকেই নামাজ পড়ার জন্য আগে আগে মসজিদে চলে যাই। অনেকে আবার পবিত্র আসর নামাজ পড়তে গিয়ে মাগরিবের নামাজ শেষ করে বাসায় আসার চেষ্টা করি। দুই নামাজের মাঝখানের এই সময়টুকু অনেকে তিলাওয়াত, জিকির ইত্যাদির মাধ্যমে কাটাই। অনেকে আবার অন্য মুসল্লিদের সঙ্গে গল্প করে সময়টা পার করি।

উচ্চ আওয়াজে কথা বলে ফেলি। অনেকে না বুঝে নামাজের সময়ই উচ্চ আওয়াজে কথাবার্তা বলি। অথচ মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা মসজিদের আদব ও সম্মানবহির্ভূত কাজ। সুতরাং এটি নিষিদ্ধ।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের মসজিদকে অবুঝ শিশু ও পাগলদের থেকে দূরে রাখো, তদ্রূপ ক্রয়-বিক্রয়, বিচার-আচার, উচ্চ স্বর, দণ্ড প্রদান ও তরবারি কোষমুক্ত করা থেকে বিরত থাকো।’ (ইবনে মাজাহ, হাদিস : ৭৫০)
একটি হাদিসে মসজিদে উচ্চ আওয়াজ ও চেঁচামেচি কিয়ামতের নিদর্শন হিসেবে উল্লিখিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন লোকেরা জিহাদলব্ধ গনিমতের সম্পদকে নিজের সম্পত্তি বুঝবে, আমানতকে স্বীয় সম্পত্তি গণ্য করবে, জাকাতকে জরিমানা মনে করবে, দ্বিনি ইলম ছাড়া অন্য ইলম শিক্ষা করবে, পুরুষ স্ত্রীর তাঁবেদারি করবে, নিজ মায়ের নাফরমানি করবে, বন্ধুবান্ধবকে ঘনিষ্ঠ ভাববে আর আপন পিতাকে দূরবর্তী বলে বুঝবে, মসজিদে উচ্চ স্বর ও চেঁচামেচি বেড়ে যাবে, ফাসেক লোক সমাজের সর্দার হবে, সর্বাপেক্ষা নিচ প্রকৃতির লোক সমাজের কার্যভারপ্রাপ্ত হবে, জালিমকে তার জুলুমের ভয়ে লোক সম্মান করবে, নর্তকী ও বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে, মদ প্রচুর পরিমাণে পান করা হবে, পরে লোকেরা পূর্বপুরুষকে মন্দ বলবে, তখন তোমরা এরূপ বিপদের অপেক্ষা করতে থাকবে যে লাল বর্ণ প্রচণ্ড বায়ু অথবা ভূমিকম্প, জমিন ধসে যাওয়া, লোকের রূপান্তর হওয়া, পাথর বর্ষণ হওয়া ইত্যাদি পরিলক্ষিত হবে। আরো অনেক আপদ-বিপদ এমনভাবে ধারাবাহিক আসতে থাকবে, যেমন—মুক্তার মালা ছিঁড়ে গেলে দানাসমূহ খসে পড়তে থাকে।

’ (তিরমিজি, হাদিস : ২২১০, ২২১১)
নাউজুবিল্লাহ। আমাদের সবার উচিত মসজিদে গিয়ে যতটুকু সম্ভব মসজিদের পবিত্রতা রক্ষার চেষ্টা করা। এমন কোনো কাজে লিপ্ত না হওয়া, যা মসজিদের আদব ও সম্মানবহির্ভূত হয়। আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com