1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মিয়ানম্বরের আরও ৪৬ বিজিপি সদস্য বাংলাদেশে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

মিয়ানম্বরের আরও ৪৬ বিজিপি সদস্য বাংলাদেশে

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন।

এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে আরও ২৬০ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।

সুত্র ইত্তেফাক

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com