স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন আর নেই। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আনহার মিয়া,সদস্য আকমল খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ,জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ উল্লেখ্য জমির উদ্দিন এক যুগ মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।