Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মীরপুর ইউনিয়ন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী যুবলীগ নেতা আব্দুস শহীদ

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন গড়গড়ি গ্রামের বাসিন্দা তরুণ সমাজকর্মী যুবলীগ নেতা আব্দুস শহীদ। ফুটবল প্রতীকে ৫১২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেদ মিয়া টিউবওয়েল প্রতীকে ৫০২ ভোট পান। নির্বাচনে অংশ গ্রহনকারী আজির উদ্দিন খান তালা প্রতীকে ৯৯ ভোট পান।
নির্বাচনে ১১৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ১৬ বছর পর মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি ৫ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। রাতে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে ফলাফল ঘোষণাকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। প্রথমবারের মতো
নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে বিজয়ী আব্দুস শহীদ এক প্রতিক্রিয়ায় বলেন,ওয়ার্ডবাসীর ভালোবাসায়,আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে আমি আমার সাধ্যমতো কাজ করে যাব। কারণ জনগণের কল্যাণই আমার সারা জীবনের ব্রত।

Exit mobile version