1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একরাম হত্যার ঘটনা তদন্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২ জুন, ২০১৮

জগন্নাথপুর২৪ ডেস্ক:: টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের হত্যার ঘটনা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ অন্যায় কাজ করে থাকেন, কিংবা প্রলুব্ধ, স্বতঃপ্রণোদিত হয়ে, কিংবা কোনো উদ্দেশ্যমূলকভাবে কিছু করে থাকেন তবে তার বিচার হবে।’
এদিকে গতকাল শুক্রবার নিহত হওয়ার ঠিক আগ মুহূর্তে একরামুল হকের সঙ্গে তার দুই মেয়ে ও স্ত্রীর টেলিফোনে ‘শেষ কথোপকথনের’ একটি অডিও রেকর্ড প্রকাশ করে তার পরিবার।

এ অডিও প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেই অডিওটা আমাদের কাছে অফিসিয়ালি এখনো আসেনি। সেই সঙ্গে এ ঘটনার তথ্য কেউ অফিসিয়ালি দেয়নি। আমাদের কাছে অডিওটি আসলে পরীক্ষা-নিরীক্ষা করে যা করণীয় আমরা তা করব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com