Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজানের আগেই ওমরা ভিসা চালু করবে সরকার : ধর্মমন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম::সরকার রমজানের আগেই ওমরা ভিসা চালুর চেষ্টা করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান।সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, প্রায় দেড় মাস ধরে সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ রেখেছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, অনেকেই ওমরা করতে গিয়ে ফিরে না আসায় ওমরা ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। কিছু এজেন্সি ওমরা ভিসার নামে মানব পাচার করে থাকে। সেই সব এজেন্সি এবং এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

মন্ত্রী বলেন, এজন্য বাংলাদেশ সরকার এসব এজেন্সির লাইসেন্স বাতিল করাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ওমরার ভিসার বিয়য়টি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ করার জন্য অনুরোধ করা হয়েছে।

দ্রুত ওমরা ভিসা চালু করা হবে বলে আশা ব্যক্ত করেন ধর্মমন্ত্রী

Exit mobile version