Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাজধানীর যাত্রাবাড়ী লিচুবাগান এলাকায় সাত তলা ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় সাত তলা একটি ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, শুক্রবার সকালে লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলে। পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহজাহান বলেন, “ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারাও এসেছেন। কেন ভবনটি হেলে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”ছয় দিন আগে গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পে ভারত ও বাংলাদেশও কেঁপে ওঠে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।
শক্তিশালী ওই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও দেয়াল ধসে, হুড়োহুড়িতে নামতে গিয়ে প্রাণহানীর ঘটনা ঘটেছে। ঢাকা সিলেট,জগন্নাথপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গিয়েছে।

Exit mobile version