Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাধারমণ দত্তের বেদখল হওয়া জন্মভিটা উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার:: লোক সংষ্কৃতির মহারাজা জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের সন্তান গীতিকবি রাধারমণ দত্তেদর বেদখল হওয়া জন্মভিটা উদ্ধারের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান এবং জগন্নাথপুরের এসি ল্যান্ডকে এই বিষয়টি দ্রুত নিস্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীনের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় অ্যাড. শামছুল আবেদীন বলেন,‘রাধারমণের মৃত্যু শতবার্ষিকীর অনুষ্ঠানের আগেই আমরা রাধারমণের জগন্নাথপুর উপজেলার কেশবপুরের বেদখল হওয়া বাড়ি উদ্ধার চাই এবং ওখানে সরকারি উদ্যোগে স্মৃতিকমপ্লেক্স ও আধুনিক সংস্কৃতি চর্চাকেন্দ্র চাই’। অনুষ্ঠানের আগে রাধারমণের জন্মভিটা উদ্ধার হলে পুরো ভূমিকে বাউন্ডারী দেওয়ালের আওতায় আনতে রাজনীতিবিদদের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা তাৎক্ষণিক উদ্যোগ নেবে বলেও তিনি জেলা প্রশাসককে জানান।
অ্যাড. শামছুল আবেদীনের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘আমরা কাগজপত্র দেখে জানতে পেরেছি রাধারমণের জন্মভিটা সরকারি খাস খতিয়ানে রয়েছে এবং এটি ইতিপূর্বে লিজ দেওয়া হয়েছে। আমরা রেকর্ডপত্র যাচাই করে এই লিজ দ্রুত বাতিল করার উদ্যোগ নেব। আমাদের চেষ্টা থাকবে অনুষ্ঠানের আগেই যাতে এটি করা যায়’। গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রাধারমণ দত্তের মৃত্যু শত বার্ষিকী উদযাপন উপলক্ষে মৃত্যু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সন্মেলনে সুনামগহ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

Exit mobile version