স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও রানীগঞ্জ আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুল হক (৭৪) আর নেই।( ইন্না লিল্লাহি ওয়াইনা লিল্লাহি রাজিউন) শুক্রবার রাত ৮টায় উপজেলার গন্ধবপুর গ্রামের নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে যান।
শনিবার সকাল ১০টায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার আগে জগন্নাথপুর কোট মসজিদের সাবেক পেশ ইমাম নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মুক্তাদীর আহমেদ মুক্তা, রানীগঞ্জ ইউয়িন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম উপজেলা ম্যাধমিক শিক্ষক সমিতির সভাপতি নজির উদ্দিন আহমদ, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, রানীগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ জামান উল্লাহ মুক্তার, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম সামসুল ইসলাম, রানীগঞ্জ ডিএস আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী নজরুল ইসলাম প্রমুখ পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়। তিনি রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।