স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ তা অব্যাহত থাকবে। রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য শাহ মোঃ জামান উল্লাহ বৃক্ষ রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি ফয়জুর রহমান,জগন্নাথ দাস,জয়নাল আবেদীন,সংস্থা’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার,সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,সংস্থা’র অর্থ সম্পাদক মোঃ রাকিব আলী,সংস্থা’র সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,সংস্থা’র সহ-প্রচার সম্পাদক নাঈম আহমদ মাহদী,সংস্থা’র শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী,সংস্থা’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ মিয়া (স্বপন),সংস্থা’র সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব উদ্দিন,সংস্থা’র পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম,সংস্থা’র সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমেদ,সংস্থা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম,সংস্থা’র নির্বাহী সদস্য শফিনুর আলী,সংস্থা’র নির্বাহী সদস্য ইমন আহমদ,সংস্থা’র সম্মানিত সদস্য সাকিব আহমেদ,সংস্থা’র সম্মানিত সদস্য শাওন তালুকদার,সংস্থা’র শুভাঙ্খীন জিয়া উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল ও ধমীয় প্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।সংগঠনের সভাপতি কাসেম আলী তালুকদার জানান, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পর থেকে সামাজিক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বৃক্ষরোপন কর্মসূচী কার্যক্রম চলছে। আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলমান থাকবে। বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে উন্নয়ন সংস্থা’র সকল প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও সংগঠনের সদস্যরা বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষ রোপণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।