Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোববার থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আট দফা দাবিতে রোববার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় তারা এ কর্মবিরতিতে যাচ্ছে।

সড়ক পরিবহন আইন-২০১৮ এর কিছু ধারাকে শ্রমিক স্বার্থবিরোধী উল্লেখ করে তা সংশোধনের জন্য সংগঠনটি এই কর্মসূচির ডাক দেয়।

কর্মবিরতিতে যাওয়ার আগে শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে শ্রমিকদের এই সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা ২৬ অক্টোবর পর্যন্ত সরকারকে এসব দাবি মানার জন্য সময় বেঁধে দেয়। স্মারকলিপিও দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই শনিবার সমাবেশ এবং পরদিন ২৮ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার জন্য সারা দেশের পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি পালন করবে।

পরিবহন শ্রমিকদের আট দফা হচ্ছে:
* সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য করা
* শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকা করা যাবে না
* সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা
* শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি করা
* ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল
* সড়কে পুলিশ হয়রানি বন্ধ করা
* শ্রমিকের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকের সত্যায়িত থাকার ব্যবস্থা রাখা
* শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বন্ধ করা

 

Exit mobile version