1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশের মতবিনিময় সভা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশের মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৯ Time View

L

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যাগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত কান্তি দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম,জগন্নাথপুর জগন্নাথ জিউর কেন্দ্রীয় পূজা মন্ডপের নেতা শশী কান্ত গোপ,দ্বিপক কান্তি দে,রসুলগঞ্জ সর্বজনীন পূজা কমিটির নেতা রঞ্জু দাশসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম রয়েছে জগন্নাথপুর উপজেলায়। আমরা চাই এ সম্প্রতি বজায় রেখে জগন্নাথপুরে সুষ্ঠভাবে শারদীয় দুর্গাপূজা পালন করতে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা সজাগ রয়েছি। প্রতিটি মন্ডপে আমাদের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস বলেন,পূজা চলাকালে মাদকসেবীদের উৎপাত বন্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। কারণ সনাতন ধর্মে মাদক সেবীদের কোন জায়গা নেই।
জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপে পুলিশের নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি উপজেলা সদরের মন্ডপগুলোতে বিশেষ নজরদারি রাখার আহ্বান জানান। তিনি পূজা কমিটির দায়িত্বশীল দের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ সরকারের শাসনামলে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই মানুষ হিসেবে নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করছি। কোন ভয় না করে নিবিঘ্নে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা পালন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সভায় জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সার্কেল, অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত সহ প্রতিটি মন্ডপের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের মুঠোফোন নম্বর প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com