Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাল্লায় ৪ যুদ্ধাপরাধী গ্রেফতার

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবু্যুনালে দায়ের করা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ওমর আলীর ছেলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, শশারকান্দা গ্রামের ডেঙ্গুর ব্যাপারীর ছেলে স্থানীয় জামায়াত নেতা সিদ্দিকুর রহমান, উজানগাঁওয়ের ওয়াহিদ আলীর ছেলে বিএনপি নেতা তোতা মিয়া। এঁরা সকলেই যুদ্ধাপরাধ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে বুধবার দুপুরে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সুনামগঞ্জ জেলায় পাকহায়েনা ও তাদের সহযোগী বাঙালি দালালরা যে কয়েকটি বর্বরোচিত হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিরাই উপজেলার পেরুয়া শ্যামারচর হত্যাযজ্ঞ। এখানে ২০ জন নিরীহ বাঙালি গণহত্যার শিকার হন। কয়েক’শ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।
এই ধংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকার সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত ‘পেরুয়া বড়বাড়ি’। পেরুয়া বড়বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছিল। এই বাড়ির হেমচন্দ্র রায় এবং চিত্তরঞ্জন রায় গণহত্যার শিকার হয়েছিলেন। এই ঘটনায় গত বছরের মে মাসে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলার তদন্ত কার্যক্রম গত বছরের ২ জুন থেকে শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পুলিশ সুপার বরকতুল্লাহ্ খান বলেন,‘বুধবারই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা এএসপি নূর হোসেন জানান, শ্যামারচর গণহত্যায় জড়িত ১১ জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। পরোয়ানাভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Exit mobile version