Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শীলাবৃষ্টিতে পাটলী ইউনিয়নের একটি হাওরের ফসল ঝরে গেছে, কৃষকদের মধ্যে হাহাকার

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের খইলার হাওরের মুকুরের ধারাবন্দের শতাধিক একর বোরো ধান শীলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কৃষকরা জানান, ওই হাওরের ধান পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটা শুরু করেছেন। বৃহস্পতিবারের শীলাবৃষ্টিতে ওই হাওরের অধিকাংশ পাকা ফসল ঝড়ে গেছে। ফলে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাটলী ইউনিয়নর চাঁনপুর গ্রামের কৃষক সামছুনুর জানান,তিনি এবার ছয় কেদার জমির বোরো আবাদ করেছিলেন। ধান পাকা শুরু করায় তিনি কাটার প্রস্তুতি নেন। কিন্তু শীলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। মিনাজপুর গ্রামের কৃষক শাহাজান মিয়া জানান,শীলাবৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেছে। সারা বছরের খাবার জোগাড় নিয়ে এখন চিন্তায় আছি। একই এলাকার কৃষক নুরুজ্জামান ও তাহিদ মিয়া জানান, এ হাওরের অধিকাংশ জমির ফসল শীলাবৃষ্টিতে শেষ হয়ে গেছে।
পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, শীলাবৃষ্টিতে আমার ইউনিয়নের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কৃষকদের ক্ষতিপূরণ না দিলে কৃষকরা ঋণগ্রস্থ হবেন।
জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পাটলী ইউনিয়নে শীলাবৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে বলে খবর পেয়েছি।

Exit mobile version