1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের কাছে মাত্র ১রানের পরাজয়

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

স্টাফ রিপোটার:: ফাইনালের আগে অন্যরকম এক ফাইনাল দেখল ক্রিকেট বিশ্ব। শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের কাছে মাত্র ১রানের পরাজয় হল টাইগারদের।
জয় পরাজয় নিয়ে খেলা-ধূলা। কাউকেনা কাউকে পরাজয় বরন করতে হবেই। তবে কিছু কিছু পরাজয় আছে যা হয় খুব কষ্টের। আজ সেরকমই এক ক্রিকেট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব।

আজ বিশ্বকাপের সুপার টেনের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানে মুস্তাফিজের দ্বিতীয় ওভারের শেষ বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা (১৮)। দলীয় ৪৫ রানের সময় সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান (২৩)। দলীয় ৯৫ রানের মাথায় শুভাগত হোমের বলে সরাসরি বোল্ড হয়ে যান কোহলি। এরপর দলীয় ১১২ রানের মাথায় পর পর দুই বলে রায়না ও পান্ডেকে সাজঘরে ফেরান আল-আমিন।

দলীয় ১১৭ রানের মাথায় মাহমুদউল্লাহর বলে আল-আমিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন যুবরাজ।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন হয়েছে। সাকলাইন সজীবের পরিবর্তে দলে ঢুকছেন তামিম ইকবাল। ভারত দলে আজ কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেনে যে দল নিয়ে মাঠে নেমেছিল সেই অপরিবর্তিত দল নিয়েই আজ খেলছে তারা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়ে, রবিন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com