Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ শ্লোগানে সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

সুনামগঞ্জ সংবাদদাতা-দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উপলক্ষে সুনামগঞ্জে ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ শ্লোগানে মানববন্ধন, গণ পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে এক বর্ণাঢ্য গণ পদযাত্রা ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে মিলিত হয়। মানবন্ধন ও পদযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে, বেলা ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অধ্যাপক পরিমল কান্তি দে এবং প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রুনা শাহীন আরা লেইস। মোঃ রাজু আহমেদের পরিচালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন, দুদক’র উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং সৈয়দ তাওসিফ মোনাওয়ার। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version