Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সহজ শর্তে কৃষিঋণ প্রদানের দাবি হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কাছে সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসলহারা কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রদানের দাবি জানিয়েছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বোরো মওসুমে বাঁধ ভেঙে ফসলহানির পর কৃষকরা গরু, ছাগল বিক্রি করে দিয়েছেন। চলতি বোরো মওসুমে সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের সার, বীজ ও নগদ ১ হাজার টাকা প্রদান করলেও জমি চাষাবাদে কৃষকদের জন্য তা অপ্রতুল। গত বছরের ঋণ পরিশোধ করে কৃষকদের নতুন কৃষি ঋণ নেয়াও সম্ভব নয়। তাই চলতি বোরো মওসুমে কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ দেওয়া প্রয়োজন। আগের ঋণ পুনঃতফসিলিকরণের মাধ্যমে নতুন ঋণ প্রদান করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য অ্যাডভোকেট রুহুল তুহিন, অধ্যক্ষ রবিউল ইসলাম, সংগঠনের দিরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অমর চাঁদ দাস প্রমুখ।

Exit mobile version