1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিরাজই বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সিরাজই বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার ওপর রীতিমতো ‘তাণ্ডব’ চালিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। এক ওভারে ৪টিসহ ৬ উইকেট নিয়েছিলেন ২১ রানে। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করে ভারত যে শেষ পর্যন্ত ১০ উইকেটের জয়ে এশিয়া কাপের ট্রফি হাতে তোলে, তাতে মূল অবদান ডানহাতি এ পেসারেরই।

সিরাজের এমন দুর্দান্ত বোলিংয়ের ছাপ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। ৮ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন ভারতীয় এই পেসার। চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সিরাজ। তবে মার্চেই অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের কাছে জায়গা হারান তিনি।

এশিয়া কাপে ১২.২ গড়ে সিরাজের মোট উইকেট ১০। এই পারফরম্যান্সেই মূলত হ্যাজলউড, রশিদ খান, ট্রেন্ট বোল্টদের পেছনে ফেলতে পেরেছেন তিনি। আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রেহমান ও রশিদও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

দুই ধাপ এগিয়ে মুজিব এখন চারে। রশিদ এগিয়েছেন ৩ ধাপ, আছেন ৫ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬.৮৭ গড়ে ৮ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বাঁহাতি এই স্পিনারের বর্তমান অবস্থান ১৫তম।
সিরাজের চেয়ে ১৬ রেটিং পয়েন্ট পিছিয়ে ২ নম্বরে হ্যাজলউড। তিনে থাকা বোল্ট অস্ট্রেলিয়ান পেসারের চেয়ে পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান সাকিব আল হাসানের, তাঁর অবস্থান ১৪ নম্বরে। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩ উইকেট নেওয়ার পরও মোস্তাফিজুর রহমান তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৯ নম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ বলে ১৭৪ রানের ইনিংস খেলা হাইনরিখ ক্লাসেন ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২০ ধাপ। বর্তমানে এই ব্যাটসম্যানের অবস্থান ৯ নম্বরে। এগিয়েছেন ইংল্যান্ড ওপেনার ডেভিড ম্যালানও। নিউজিল্যান্ড সিরিজে ৩ ম্যাচ খেলে ২৭৭ রান করে ক্যারিয়ার–সেরা ১৩তম অবস্থানে ম্যালান। এশিয়া কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলা সাকিব ব্যাট হাতে তিন ধাপ এগিয়েছেন। বর্তমানে এই বাঁহাতি ব্যাটসম্যানের অবস্থান ৩১তম। শীর্ষ আছেন যথারীতি বাবর আজম।

সুত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com