স্টাফ রিপোর্টার:
২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট ক্ষমতাসীন থাকাকালীন “তাদের মদদে” সারা দেশব্যাপি একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্রের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আওয়ামী লীগ আব্দুল কাইয়ুম মশাহিদ, শাহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক আব্দুল হাই, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, সহসম্পাদক রমজান আলী ছানা, তাজ উদ্দিন তাজ, আওয়ামী লীগ নেতা দিল্লুর হক দুলাল, আবুল মিয়া, মখলিছ মিয়া, নুরুল হক, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান প্রমুখ।