1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

সিলেটে ছিনতাইকারীদের হামলায় জগন্নাথপুরের যুবক আহত

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার :: সিলেটে নগরীতে ছিনতাইকারীদের হামলায় জগন্নাথপুরের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের মকছু মিয়ার ছেলে সামছুউদ্দিন সিলেট নগরীর একটি ব্যাংক থেকে বাসায় ফেরার পথে নগরীর তালতলাস্থ মাছুদিঘিরপার তাদের বাসার সামনে একটি মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী তার ওপর হামলায় চালায় এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সামছউদ্দিন মদনমোহন কলেজের অর্নাসের ছাত্র। তারা অনেকদিন ধরে সিলেটের মাছুদিঘিরপার এলাকায় বসবাস করে আসছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সামছুউদ্দিনের ভগ্নিপতি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে আমি গ্রামের বাড়ি থেকে সিলেটে এসেছি। ছিনতাইকারীরা আমার শ্যালকের উপর হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করেছে। এব্যাপারে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com