জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুন মিয়া (৫৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন মোগলাবাজার থানার উলাল মহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।
সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বাংলানিউজকে বলেন, হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামে একজনের ঘরে কাজ করছিলেন।
দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।