জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় ১০টি গরু আটক করা হয়েছে। তবে এই গরু চোরাচালানের সাথে সম্পৃক্ত এক ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের লামাহাদারপার গ্রামের লাল টিকির পার নামক স্থানের পিয়াইন নদীর তীরে অভিযান পরিচালনা করেন।
এসআই এনামুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রুস্তুমপুর ইউনিয়নের লামাহাদারপার গ্রামের লাল টিকির পার সংলগ্ন পিয়াইন নদী থেকে অবৈধ ভারতীয় আমাদানি নিষিদ্ধ বিভিন্ন রং ও সাইজের ১০টি গরু আটক করা হয়। পরে উক্ত গরু চোরাচালানের সাথে সরাসরি সম্পৃক্ত ১ জন পলাতক সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ২৩(৮)২০২৩।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের লামাহাদারপার গ্রামের লাল টিকির পার পিয়াইন নদীর তীরে অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় আমাদানি নিষিদ্ধ বিভিন্ন রং ও সাইজের ১০টি গরু আটক করেন। উক্ত গরু চোরাচালানের সাথে সরাসরি সম্পৃক্ত ১ জন পলাতক সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১) (বি)ধারায় মামলা ২৩(৮)২০২৩ দায়ের করা হয়।