Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে যুবক ছুরিকাহত, ছিনতাইকারী আটক

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করেছে।

সোমবার বিকেলে  উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ব্যাগে টাকা নিয়ে ওই যুবক উপশহর থেকে কোথাও যাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী এসে তার পথরোধ করে। তারা যুবকের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় জনতা ঘটনাটি প্রত্যক্ষ করে এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এক ছিনতাইকারীকে জনতা আটক করে উত্তমমধ্যম দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। নাজিম উদ্দিন নামের ওই ছিনতাইকারী সিলেট সদর উপজেলার টুকেরবাজারের পীরপুরের বাসিন্দা। তবে গুরুতর আহত ওই যুবকের জ্ঞান না ফেরায় তার নাম-পরিচয় জানা যায়নি।

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও আহত যুবকের পরিচয় কিংবা ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করতে পারেননি সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।

Exit mobile version