জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা চালক শুকুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় আসামি শাকিল মিয়া (২৫) কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এই রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ মে সুনামগঞ্জ পৌর শহরের অটোরিকশা চালক শুকুর আলী সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের স্কুল গেইটের সামনে আসা মাত্র আসামি শাকিল মিয়ার সঙ্গে ৫০০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি শাকিল মিয়া শুকুর আলীকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় শুকুর আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের মা জাইরুন নেছা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারকার্য শেষে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন মঙ্গলবার আসামি শাকিল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড খায়রুল কবির রুমেন।