Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বিজয়ী মুকুটের মুখে ঐক্যের ডাক তবে অতীত দুর্নীতি ছাড় না দেয়ার ঘোষনা

সুনামগঞ্জ প্রতিনিধি :: প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ব্যারিস্টার ইমনসহ সবাইকে সাথে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান সুনামগঞ্জের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।

বৃহস্পতিবার দুপুরে শহরের হাজিপাড়ার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুট এই ঘোষণা দেন।

জেলার পাঁচ মন্ত্রী-এমপির বিরুদ্ধে চ্যালেঞ্জের নির্বাচনে বিজয়ী মুকুট বলেন, বিগত দিনে জেলা পরিষদে যে সকল অনিয়ন দুর্নীতি হয়েছে সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে বিজয়ী প্রার্থী মুকুটের চেয়ে প্রায় অর্ধেক ভোট কম পেয়ে পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন।

ইমন গত সাত বছর ধরে দুই মেয়াদে তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য ও পৌর মেয়র আয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী জেলা ছাত্রলীগ নেতা দ্বিপংকর কান্তি দে প্রমুখ।

Exit mobile version