জগন্নাথপুর২৪ ডেস্ক::
মোটর সাইকেল চুরির মামলায় সুনামগঞ্জে এক আসামীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার গনারগাঁও গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মো. সবুজ মিয়া।
মামলার বিবরণে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এস.আই মো. আমিনুল ইসলাম ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর দোয়ারাবাজার থানা এলাকায় চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান পরিচালনাকালে সোর্সের মাধ্যমে খবর পান আমবাড়ি বাজারের লেগুনা স্ট্যান্ডে কয়েকজন লোক চোরাই মোটরসাইকেল কেনাবেচার জন্য আলোচনা করছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলের পাশে কয়েকজন মানুষ দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ মো. সবুজ মিয়া নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, সে মোটর সাইকেলটি চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে। এ ব্যাপারে পুলিশ থানায় মামলা করে। তদন্ত শেষে পুলিশ আসামী মো. সবুজ মিয়া, কিবরিয়া ও আল আমিন এর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।
মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দোয়ারাবাজার উপজেলার গনারগাঁও গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মো. সবুজ মিয়া কে দন্ডবিধির ৩৭৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদ- এবং পাঁচ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি শামছুল আবেদীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।