জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ ও তার ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) তেহ্সিন ইফতেখার এই আদেশ দেন।
আদেশে ছাতক উপজেলার শুড়িগাঁও গ্রামের মৃত আফিজ আলীর ছেলে আলী আহমদ কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও মৃত আফিজ আলীর মেয়ে ও কামাল উদ্দিনের স্ত্রী রেহানা বেগম কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এসময় উপস্থিত আসামীদেরকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়, অর্থদণ্ডের টাকা আদায়ের জন্য ফৌজদারী কার্যবিধির ৩৮৬ (১) (ক) ধারায় পরোয়ানা ইস্যু করা হয়। সাজাপ্রাপ্ত অভিযুক্তদের সাজার মেয়াদ গণনার ক্ষেত্রে ইতোপূর্বে কারাবাসের দিনগুলো থেকে আরোপিত সাজার মেয়াদ কর্তন হবে বলে আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি.পি অ্যাডভোকেট মো. শেরেনূর আলী ও আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আব্দুল আহাদ। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পি.পি অ্যাডভোকেট মো. শেরেনূর আলী।
মামলার বাদী মিনারা বেগমের এজহার সূত্রে জানা যায়, ভিকটিম আয়ধন বিবি তার মা, তারা ৪ বোন ও এক ভাই। বোনেরা বিবাহিতা হওয়ায় যার যার স্বামীর বাড়ি থাকেন এবং তার ভাই কামাল উদ্দিন আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। বাড়িতে তার মা মৃত আয়ধন বিবি এক নম্বর স্বাক্ষী তার ভাইয়ের ছেলে ও মৃতার নাতি তানভির আহমদ মায়ের সাথে থাকতো। আসামী রেহেনা বেগম তার ভাইয়ের স্ত্রী। বাদীর ভাই কামাল উদ্দিন দুবাই যাওয়ার সময় বাড়িতে দুই নম্বর আসামী, তার স্ত্রী ছেলে, মেয়ে ও তার মা মৃত আয়ধন বিবিকে রেখে যান। তার ভাই দুবাই গিয়ে প্রায় ৬,০০,০০০ লক্ষ টাকা আসামী রেহেনা তথা তার স্ত্রীর কাছে পাঠান। রেহেনা বেগম এই টাকা দিয়ে তার ভাইকে বিদেশ পাঠিয়ে দেয়। এরপর তার ভাই বাড়িতে গৃহ নির্মাণের জন্য তার স্ত্রী রেহেনা বেগমের নিকট টাকা চাইলে মতবিরোধ দেখা দেয়। রেহেনা বেগম ঘটনার প্রায় ছয় মাস পূর্বে ছেলে তাহমিদ মিয়া ও মেয়ে আলিমা বেগমকে নিয়ে তার পিতার বাড়িতে থাকতো। এরপর থেকে তার ভাই তার মা মৃতা আয়ধন বিবির নিকট টাকা পয়সা পাঠাতো। এতে আসামী রেহেনা বেগম ও তার ভাই আসামী আলী আহমদ মৃত আয়ধন বিবির প্রতি ক্ষুব্ধ হয়। আসামীরা প্রায়ই সময় এসে মাকে গালাগালি এবং প্রাণনাশের হুমকি দিত।
২০১৮ সালের ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আসামী রেহানা বেগম ও আরো অজ্ঞাতনামা তিনজন আসামীসহ বসত ঘরের রান্না ঘরের পিছন দিয়ে সিধ কেটে ঘরে প্রবেশ করে ভিকটিম আয়ধন বিবিকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে বস্তা দিয়ে ঢেকে চলে যায়। এক নম্বর সাক্ষী তানভির আহমদ সবকিছু দেখে এবং তার মামাকে চিনতে পারে। আসামীরা চলে যাওয়ার পর একনম্বর স্বাক্ষী তানভির আহমদ ঘরের বাইরে এসে চিৎকার দিয়া কান্নাকাটি করে আশপাশের লোকজন কে রেহানা বেগম সহ অজ্ঞাতনামা আসামীরা তার মা ভিকটিম আয়ধন বিবিকে হত্যা করেছে বলে জানায়। পরবর্তিতে ছাতকের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ছাতক থানার ওসি আলী আহমদ, রেহেনা বেগম সহ অজ্ঞাতনামা আরো তিন জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন।