Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে সাংবাদিক হিমাদ্রির শেখরের ওপর হামলা- আটক ২

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জে সময় টিভি ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের উপর হামলা চালিয়েছে দুই বখাটে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে পৌর শহরের চেম্বার অব কমার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই মাতালকে আটক করে থানা হাজতে প্রেরণ করেছে। এদিকে জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সাংবাদিক শামস শামীমকে হুমকিসহ নানাভাবে হয়রানি করছে ছাতকের মঈনপুর জনতা বিদ্যালয়ের অধ্যক্ষ ও তার স্বজনরা। এ ঘটনায় সাংবাদিক শামীম সদর থানায় সোমবার রাতে জিডি করেছেন। জিডি নং ২৬১।
আসে।
অন্যদিকে সাংবাদিক হিমাদ্রীর উপর হামলার ঘটনায় আটককৃতরা হলো পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকার আব্দুল মছব্বির এর পুত্র বাদশাহ মিয়া (১৭) ও একই এলাকার রেজাউল হক এর পুত্র আমীর হামজা আরমান। দু’জনই এলাকার চিহ্নিত বখাটে।
সাংবাদিক মিঠু জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে বাজার করে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলাম। এ সময় শহরের চেম্বার ভবনের সামনে এই দুই মাতাল গতিরোধ করে এলোপাথাড়ি হামলা চালায়। খবর পেয়ে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করেন।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। শামস শামীমের জিডি পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিকের উপর হামলা ও হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Exit mobile version