Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য আটক

সুনামগঞ্জ সংবাদদাতা :: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে অস্ত্র ও যোগাযোগের ওয়ারলেসসহ আটক করা হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্তের ১২১৬ নম্বর সীমানা পিলারের নিকট থেকে চন্দ্র প্রকাশ (৩২) নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়।
তিনি ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। তাকে ফিরিয়ে নিতে সুনামগঞ্জ ২৮ বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের অনুরোধ জানিয়েছে বিএসএফ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণতলা সীমান্তের আন্তর্জাতিক ১২১৬ নম্বর সীমানা পিলার অতিক্রম করে আজ শুক্রবার দুপুরে বিএসএফ সদস্য চন্দ্র প্রকাশ অস্ত্র ও ওয়ারলেসসহ বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা তাকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে নারায়ণতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, বিএসএফ সদস্য বিজিবির হাতে আটকের খবর পেয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছে ১১ বিএসএফ। তারা নিজেদের সদস্যকে ফিরিয়ে নিতে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন বলেন, “দুপুরে বিএসএফ সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। স্থানীয়দের সহায়তায় আমরা তাকে অস্ত্রসহ আটক করেছি। এ বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। “

Exit mobile version