স্টাফ রিপোর্টার::
দীর্ঘ এক যুগ পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফেরায় সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনসহ পুরো জেলার বিএনপি পরিবারের মধ্যে আনন্দের হিল্লোল দেখা দিয়েছে। আগামীকাল মঙ্গলবার বিএনপির এ নেতা তাঁর নিজ জন্মস্থান জগন্নাথপুরে আগমনকে কেন্দ্র করে উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২০ অক্টোবর ) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এম এ মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। সংবাদ সম্মেলন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘ এক যুগ পর জগন্নাথপুরের কৃতি সন্তান কয়ছর এম আহমেদ তাঁর নিজ জন্মভূমিতে আগমন উপলক্ষে বিএনপি এবং ছাত্র-জনতার অভিপ্রায় আগামী মঙ্গলবার বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে গঠিত উপকমিটি দিনরাত পরিশ্রম করছে এবং ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষ পুলকিত; তাঁদের মধ্যে নতুন এক জাগরণ পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে বলতে শোনা যাচ্ছে, “যুগ জামানা বদলে দিতে চায় অনেকজন, এক মানুষ-ই আনতে পারে জাতীর জাগরণ”। এদিকে, গত শনিবার থেকে স্থানীয় পৌর পয়েন্টে গণসংবর্ধনার মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তিনতলা (স্টেডিয়ামের আদলে) আকৃতির এ মঞ্চে অতিথির জন্য প্রায় ১৬০টি বসার আসন থাকবে। অতিথির তালিকায় ১১৫ জন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মী রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির নেতা-কর্মীসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। লিখিত বক্তব্য আরও জানানো হয়, আয়োজিত এ গণসংবর্ধনা হাওর অঞ্চলে স্মরণ কালের মিলন মেলায় পরিনত হবে বলে বিশ্বাস করে বিএনপি। যা তাঁদের স্মৃতিতে একটি ঐতিহাসিক গণসংবর্ধনা বলে মনোমন্দিরে চির জাগরোক হয়ে থাকবে। আয়োজিত গণসংবর্ধনাকে সফল করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছে বিএনপি পরিবার।
উল্লেখ্য, রোববার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। এরআগে গত বুধবার ওই নেতা-কর্মীদের নিয়ে পবিত্র ওমরা পালনে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে যান। এদিকে, বিএনপির ওই নেতার আগমনে আরও ৩৫ নেতা-কর্মী যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে অবস্থান করছেন। সবাইকে সঙ্গে নিয়ে আকাশ পথে আগামীকাল মঙ্গলবার সিলেটে আসবেন কয়ছর এম আহমেদ। পরে জগন্নাথপুরে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিবেন।