Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘অপারেশন ক্লিন হার্ট’ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন। একই সঙ্গে যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩ বাতিল করেছেন হাইকোর্ট।
২০১২ সালে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০০২ সালে অপরাধ দমনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ক্লিনহার্ট’-কে বৈধতা দানকারী একটি দায়মুক্তির আইনকে কেন অবৈধ ঘোষণা ও বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এছাড়া, ঐ অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করতে কেন আদেশ দেয়া হবে না, সরকারের কাছে আদালত তাও জানতে চায়।
অপারেশন ক্লিনহার্ট অভিযান পরিচালনা করা হয় ২০০২ সালের ১৭ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি পর্যন্ত।
যৌথবাহিনী পরিচালিত ওই অভিযানের নেতৃত্বে ছিল সেনাবাহিনী এবং মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, সেনাবাহিনীর প্রায় ৪০,০০০ সদস্য এসব অভিযানে অংশ নেয়।
বিশেষ এই অভিযানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে ২০০৩ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে পাশ হয় যৌথ অভিযান দায়মুক্তি আইন।
আর একে চ্যালেঞ্জ করে রীট আবেদন করেন বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তা বিষয়ক কমিটির প্রধান আইনজীবী জেড আই খান পান্না।

Exit mobile version