Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অফিসে বসে পর্নো ছবি দেখার দায়ে তিন বিচারক বরখাস্ত

যুক্তরাজ্য প্রতিনিধি- যুক্তরাজ্যের তিন বিচারককে অফিসে বসে পর্নো ছবি দেখার দায়ে বরখাস্ত করা হয়েছেন। তারা হলেন, জেলা জজ টিমোথি বউলস, অভিবাসন বিষয়ক বিচারক ওয়ারেন গ্রান্ট ও ডেপুটি জাজ পিটার বালক। অ্যান্ড্রু বাও নামে অভিযুক্ত আরেক বিচারক তদন্ত শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের বিচার বিভাগীয় আচরণবিধি তদন্তের (জেসিআইও) দায়িত্বপ্রাপ্ত বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়। বরখাস্ত হওয়া তিন বিচারক অফিসিয়াল আইটি অ্যাকাউন্ট থেকে পর্নো ছবি দেখতেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। পর্নো ছবি দেখা যুক্তরাজ্যের আইনে নিষিদ্ধ না হলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ‘বিচারকের আসনে বসে এ ধরনের কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ওই বিচারকরা এ কাজের মাধ্যমে সুযোগের অপব্যবহার করেছেন, যার কোন অজুহাত হতে পারে না।’ জেসিআইওর এক মুখপাত্র জানিয়েছেন, ওই বিচারকরা ভবিষ্যতে আর কোনো ধরনের বিচারকাজে অংশ নিতে পারবেন না।

Exit mobile version