Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :; ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পাওয়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সহ যাত্রীদের নিয়ে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ম্যানেজার (ডিআরএম) গৌছুল মুনির দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৩ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

গৌছুল মুনির বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার আব্দুল হাই একটি কমিটি গঠন করেছেন। সেখানে চিফ সিগন্যাল অ্যান্ড ট্রলিকম ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাসকে প্রধান করে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, চিফ অপারেটিং সুপারেন্টেডেন্ট সুজিত কুমারকে এ কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া রেলওয়ের ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে ও ডিভিশিনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই), ডিভিশিনাল ইঞ্জিনিয়ার ঢাকা-১ (ডিই), ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে (ডিইই) সদস্য করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়।

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর প্রায় ১৬ ঘণ্টা পর শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফের সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version