Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছে মুস্তাফিজুর রহমান

স্টাফ রিপোটার:: আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ‘ম্যাজিক বয়’ খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। এ প্রথম বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পেল।
এর আগে বাংলাদেশী প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান ২০০৯ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দিয়েছেন ‘কাটার’ মুস্তাফিজ। উইকেট নিচ্ছেন প্রায় নামতাগুণে।
তবে এর চেয়েও বড় ব্যাপার, মুস্তাফিজের বোলিং বুঝতেই হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারত-দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান থেকে শুরু করে জিম্বাবুয়ে, মুস্তাফিজকে পড়তেই পারেননি ব্যাটসম্যানরা।
জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমান। মাত্র ৯ ওয়ানডেতেই ৩ বার ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন রেকর্ড।
এ বছর গত জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে গড়েছিলেন নতুন রেকর্ড। প্রথম ২ ওয়ানডেতে ১১ উইকেট ছিল না আর কারও।
পরে টেস্ট অভিষেকেও ম্যান অব দ্য ম্যাচ হয়ে গড়েছিলেন আরেকটি রেকর্ড। ওয়ানডে ও টেস্ট দুটিতেই অভিষেকে ম্যাচ সেরা হতে পারেননি ক্রিকেট ইতিহাসে আর কেউ।

Exit mobile version