Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজ জগন্নাথপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে

স্টাফ রিপোর্টার:: আজ জগন্নাথপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দিবেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় এ উপলক্ষে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এছাড়াও উপজেলা পরিষদ প্রবেশপথে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে নামফলক লাগানো হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নাম ফলকটি উন্মোচন করার কথা রয়েছে। উক্তসভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লুৎফুর রহমান,পুলিশ সুপার হারুণ অর রশিদ,সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা উপস্থিত থাকবেন। প্রেসঙ্গত একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভাকে ইতিমধ্যে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।

Exit mobile version