Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আমার আত্মীয়-স্বজন রাজাকার ছিল না : মতিউর রহমান

স্টাফ রিপোর্টার ::
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, বিশ্বের সকল বড় বড় নেতার ভাষণ ছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল অন্তরে লিখিত। প্রত্যেকটা ধাপে তাঁর অন্তরে লিখিত ছিল এই ভাষণ।
শনিবার জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মতিউর রহমান বলেন, আমি ৭ মার্চের ভাষণ মঞ্চের পাশে থেকে শুনেছি। আমার পাশে নারায়ণগঞ্জের এক ভাই ছিলেন। কিন্তু এখন সাক্ষী আর নাই। তিনি বলেন, আমি কাকে সাক্ষী মানব, যুদ্ধের সময়ও আমি ছিলাম। ৭ মার্চের ভাষণ নিজের কানে শুনেছিলাম। ৭১-এর যুদ্ধে আমি নিজে সংগঠক ছিলাম, মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলাম।
তিনি আরো বলেন, সে অনেক কথা বলে। আমার আত্মীয়-স্বজনরা নাকি রাজাকার। এই বাংলাদেশের মানুষ দেখছে মুসলমানদের মধ্যে ৯০ ভাগ বিত্তশালী যারা ছিল, তারা সীমান্ত পারি দেয় নাই। তারা যেভাবেই হোক জান বাঁচিয়ে চলেছে। এরা কোনো দিনই রাজাকার ছিল না।
মতিউর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই ঐক্যবদ্ধ হয়েছি।

Exit mobile version