1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

আল্লাহর জিকিরে মেলে হৃদয়ে শান্তির পরশ

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মদিনার মসজিদুন নববী। বিশ্ব মুসলিমের দ্বিতীয় তীর্থস্থল। গত শুক্রবার সেখানে জুমার খুতবা দিয়েছেন শায়খ বুদাইর। খুতবায় তাঁর নির্ধারিত বিষয় ছিল আল্লাহর জিকির।

কোরআন ও হাদিসের সমন্বয়ে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন জিকিরের গুরুত্ব। শায়খ বুদাইরের খুতবার অনুবাদ করেছেন মাওলানা যাকারিয়া মাহমুদ।
হে মুসলিম জাতি! আপনারা আপনাদের প্রতিপালককে ভয় করুন। সৎপথে চলুন।
অসৎপথ থেকে বিরত থাকুন। কেননা আল্লাহ বলেছেন,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَ لَا تَمُوۡتُنَّ اِلَّا وَ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ

‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ কোরো না।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১০২)

মুসলিম বন্ধুরা, আল্লাহর জিকির হলো আত্মার তৃপ্তি, ক্ষতের নিরাময় ও প্রশান্তির নিদর্শন।

আল্লাহ বলেন,
وَ اذۡكُرُوا اللّٰهَ كَثِیۡرًا لَّعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ

‘তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে সফলকাম হও।’

(সুরা : আনফাল, আয়াত : ৪৫)

যে ব্যক্তি নিয়মিত আল্লাহর জিকির করে, তার ওপর আল্লাহর নুর বিকশিত হয়, বর্ষিত হয় আল্লাহর রহম, দয়া ও বরকত।

জিকির হলো, উত্তম রসদ, যার ব্যবসা লাভজনক। কবি বলেন, ‘কল্যাণপ্রত্যাশী, পুণ্যের কামনাকারী আল্লাহর জিকির আঁকড়ে ধরো!’
কেননা, যে দয়াময় আল্লাহর জিকির করে, আল্লাহ তার সঙ্গী হন। যে তাঁকে স্মরণ করে, তিনিও তাকে স্মরণের মাধ্যমে পুরস্কৃত করেন।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com