Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সহজ জয়

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ২৬০ রান ভারতীয় ব্যাটসম্যানদের সামনে খুব বড় কোন লক্ষ্য নয়। সে লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডকে খুব সহজেই হারিয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ২৬০ রানের লক্ষ্য ৩৬.৫ ওভারেই পার হয়ে গেলো মহেন্দ্র সিং ধোনিরা।

ওপেনিং জুটিতেই জয়ের আসল কাজটি সেরে ফেলেন দুই ওপেনার। ১৭৪ রানের জুটি গড়ার পর অবশেষে স্টুয়ার্ট থম্পসনের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত শর্মা। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৬৬ বলে ৩ বাউন্ডারি আর ৩ ছক্কায় লেখেন ৬৬ রান।

রোহিত আউট হওয়ার পরই ক্যারিয়ারে ৮ সেঞ্চুরি পূরণ করে ফেলেন অপর ওপেনার শিখর ধাওয়ান। ৮৪ বলে সেঞ্চুরি পূরণের পরই আউট হয়ে যান তিনি। এরপর সারতে বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানের অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি। ৭০ রানের জুটি গড়ে এ দু’জন ভারতকে পৌঁছে দেন এবারের বিশ্বকাপে টানা ৫ম জয়ের লক্ষ্যে।

৪২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন কোহলি। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন রাহানে। আইরিশদের পক্ষে উইকেট দুটি নেন স্টুয়ার্ট থম্পসন।

Exit mobile version