1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ইমানের সাথে মৃত্যুই মুমিনের সবচেয়ে বড় সম্মান

  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

পৃথিবীতে আল্লাহর তরফ থেকে মানুষকে দেয়া সবচে বড় পুরস্কার ইমান। এর চেয়ে দামি জিনিস আর কিছুই নেই। এই অমূল্য সম্পদ মানুষকে বিলিয়ে দেয়ার জন্য আল্লাহ সবসময় প্রস্তুত। শুধু বান্দাকে এই অনুগ্রহ চাইতে হবে। তাহলেই তিনি দয়া পরবশ হবেন। মানুষের প্রতি করুণা করবেন। ইমান কুপ্রবৃত্তির লাগাম টেনে ধরে। মন যা চায় তা করতে সায় দেয় না। যে কাজটি আল্লাহর সঙ্গে নাফরমানি হয়, শরিয়তকে উপেক্ষা করে, মানবতার ধ্বংস ডেকে আনে তা করায় নিরুৎসাহিত করে। আর মানুষকে বলে- তোমার বেঁচে থাকা, তোমার সাফল্য, শুধু তোমার নিজের জন্য নয়, মানুষের জন্যও।

আল্লাহর পথে চললে, ন্যায়ের সাথে থাকলে, আল্লাহ মানুষকে ইজ্জতহারা করেন না। এইসব মানুষের সম্মান রক্ষা করা আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়। তবে কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাকে নানারকম কষ্ট ও সুখের সাগরে ভাসিয়ে ইমানের পরীক্ষা নেন। আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য মুমিনকে এই পরীক্ষাগুলো সফলতার সাথে উত্তীর্ণ হতে হয়। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। বরং তাকে এমনভাবে সম্মানিত করেন দুনিয়ার কোনো সম্মানের সাথে তার তুলনা হয় না। মানুষ চেষ্টা করলেও তার সেই সম্মান ও ইজ্জতকে মুছে দিতে পারে না। যুগ পরম্পরায় আল্লাহ মানুষের মাঝে তাকে বাঁচিয়ে রাখেন। পরকালে তাকে এমন সম্মান দান করবেন, যা মানুষ কল্পনাও করতে পারবে না।

ইমান মানুষের অন্তরে প্রশান্তি ঢেলে দেয়। এ কারণে যারা ইমানের অধিকারী তারা দুনিয়া নিয়ে খুব একটা চিন্তিত হয় না। তারা শুধু দুনিয়ার কাজের মধ্যদিয়ে আখিরাত হাসিল করে নিতে চায়। তাদের দুনিয়া লাভ নিছক আখিরাতের জন্য। আল্লাহর দিদার তাদের পরম চাওয়া। তাই মুমিনগণ যখন নিজের জন্য কিছু চায় আখিরাতের সফলতা দাবি করে। কারণ তারা জানে, এই দুনিয়ার ভোগ-বিলাস তাকে বেশি কিছু দিতে পারবে না। যা দিতে পারবে, তা মনের অবারিত ইচ্ছেকেও পূরণ করতে পারবে না। সুতরাং নশ^র ও ক্ষণস্থায়ী জিনিসের প্রতি মুমিনের কোনো আকর্ষণ থাকে না। সে দাবি করার সময় উৎকৃষ্ট জিনিসকেই বেছে নেয়।

মুমিন যখন দু’হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, তখন সে মুসলিম হিসেবে মৃত্যু বরণের সবিনয় নিবেদন জানায়। কারণ সে জানে, যদি সে ইমান নিয়ে মুসলিম অবস্থায় মারা যেতে না পারে আল্লাহর কাছে সে চরমভাবে লজ্জিত হবে। তার ধ্বংস অনিবার্য। যে ক্ষতির হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। দুনিয়ায় মানুষ কী ছিল সে পরিচয় তার কাছ থেকে নেওয়া হবে না। যাতে এর বড়াই করে সে মুক্তি পেয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যদি কোনো পদে থেকে তার সঠিক ব্যবহার করে থাকেন তার পুরস্কার আল্লাহ তাকে অবশ্যই দেবেন। আবার যদি এর অপব্যবহার করে থাকেন তার শাস্তিও তাকে দেয়া হবে। যদি আমলের বিচারে সে নাজাত পেয়ে যায় আল্লাহ তাকে সম্মানিত জায়গায় দাখিল করবেন।

দুনিয়ায় যার সম্মান ছিল, ইজ্জত ছিল, অনেক বড় দায়িত্বে ছিল, কিন্তু সে মানুষের হক আদায় করেনি। নিজের দায়িত্বের অবহেলা করেছে এর জবাব তাকে অবশ্যই দিতে হবে। দায়িত্বে অবহেলা ও স্রষ্টার নাফারমানির কারণে জাহান্নাম মানুষের ঠিকানা হয়ে যেতে পারে। তাই দায়িত্বের ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। পরের অধিকারের ব্যাপারে সবসময় ভাবতে হবে। যেন কেয়ামতের ময়দানে কেউ কাউকে অভিযুক্ত করে না বসে। আল্লাহর আদালতে দোষী সাব্যস্ত হওয়া মানে নিজেকে জান্নামে ঠেলে দেওয়া।

নিজের বড়ত্ব দেখিয়ে দুনিয়াতে মানুষ যত বাহাদুরি দেখাক না কেন কিছুতেই কিছু হবে না। যদি কেউ সত্যিকারে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে মরতে পারে তাহলেই তার সৌভাগ্য। আর কোনো পেরেশানি থাকবে না। কিন্তু এসব না করে যদি দুনিয়া দুনিয়া করে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তা মানুষের জন্য অপমানজনক। যাদের স্মরণ নিয়ে সে দুনিয়া ত্যাগ করল তারা আখিরাতে তার কোনো কাজে আসবে না। না সে নিজের কোনো উপকার করতে পারবে। যদি ইমান নিয়ে মরণ হয় এটাই মানুষের জন্য সম্মানজনক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com