Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইসলাম বিরোধী প্রচারনায় ফেসবুকে লাইক ও শেয়ার করার অভিযোগে জগন্নাথপুরে যুবকে গনধোলাই,দোকান ভাংচুর,জুতারমালা ও পুলিশে সোর্পদ

স্টাফ রিপোর্টার:: ফেসবুকে লাইক ও শেয়ার করে প্রচারনার অভিযোগে এক যুবককে গনধোলাই দিয়ে তার দোকান ভাংচুর করেছে এলাকাবাসী। পরে সালিস বৈঠকে জুতার মালা দিয়ে পুলিশের হাতে সোর্পদ করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের যুবক বিদ্যুৎ দাস বিকু(২৪) গ্রোপরাপুর বাজারে কম্পিউটারের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। প্রায় এক মাস আগে ইসলাম ধর্মবিরোধী একটি স্ট্যাটাসে সে লাইক দিয়ে স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। এনিয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে সদুত্তর না দেয়ায় শনিবার রাতে ক্ষুব্দ এলাকাবাসী তার দোকানে হামলা চালিয়ে দোকন ভাংচুর করে। এসময় সে আত্মরক্ষায় পালিয়ে যায়। পরে এনিয়ে গ্রোপরাপুর বাজারে এক সালিশ বৈঠক বসে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে সালিস বৈঠকে তাকে দোষী সাবস্থ্য করে জুতার মালা পরানো হয়। এসময় ক্ষুব্দ এলাকাবাসী তাকে মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে জগন্নাথপুর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,ক্ষুব্দ জনতার রোষানল থেকে রক্ষা করতে যুবকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ধমীয় অনুভূতিতে আঘাত দেয়ায় এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে কিছু উত্তম মধ্যম দিয়েছেন।
ঘটনাস্থল পরির্দশন কারী জগন্নাথপুর থানার এস.আই মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলাম ধর্ম বিরোধী স্ট্যাসের কারণে এলাকাবাসী বিক্ষোব্দ হয়ে চড়াও হলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত দেড়টায় ধৃত যু্বককে নিয়ে তিনি থানায় আসার পথে জানিয়ে বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হবে।

Exit mobile version