1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এবার নৌকা জয় পেল ভুরাখালি কেন্দ্রে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

এবার নৌকা জয় পেল ভুরাখালি কেন্দ্রে

  • Update Time : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ১৭০ Time View

স্টাফ রিপোর্টার ::
অবশেষে এবার নৌকা জয় পেয়েছে সাবেক
পররাষ্ট্রমন্ত্রী জাতীয় প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের জন্মভিটা সুনামগন্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের (আব্দুস সামাদ আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোট কেন্দ্রে।
স্বাধীনতার পর থেকেই এ কেন্দ্রে নৌকার জয় পেয়ে আসছিল। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর থেকেই ওই কেন্দ্রীয় জাতীয় কোনো নির্বাচনে নৌকা জয়ী হতে পারেনি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৫ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ মারা যান। তাঁর এই শুন্য আসনের ওই বছরের ২০ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মরহুমের ছেলে আজিজুস সামাদ ডন অংশ নেওয়ার জন্য মাঠ কাজ শুরু করেন। কিন্তু আওয়ামীলী দলীয়ভাবে নির্বাচনে অংশ গ্রহন না করায় প্রার্থী হননি সামাদপুত্র ডন। তবে ওই নির্বাচনে আওয়ামীলীগ ঘরনার দুই প্রার্থী অংশ নেন। তাঁরা হলেন সাবেক যুগ্ম সচিব এমএ মান্নান ও সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম।
এরমধ্যে আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থী এমএ মান্নানকে পান পাতা প্রতিকে সমর্থন দেয়।

নির্বাচনে সামাদ আজাদের গ্রামের ভোট কেন্দ্রে ধীনের শীষ বিজয়ী হয়। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আবারও এ কেন্দ্রে ধানের শীষ জয় পায়। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী
সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ
ডন ফুটবল প্রতিকে আওয়ামীলীগের প্রার্থী এমএ মান্নানের নৌকাকে হারান।
গতকাল রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে অবশেষে নৌকা জয়ী হয়েছে।
এ কেন্দ্র নৌকা পেয়েছে ৩৮০ আর ধানের শীষ পেয়েছে ৬৫ ভোট।
প্রসঙ্গত, এবারের নির্বাচনী আওয়ামীলীগের মনোনয়ন বন্চিত আজিজুস সামাদ ডন ও আওয়ামীলীগের প্রার্থী এমএ মান্ননের মধ্যে দীর্ঘ দিনের বিভেদ ভুলে ঐক্য গড়ে উঠে। নৌকার বিজয়ে আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন একাট্রা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com